• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাইড শেয়ারিং সেবা বন্ধের প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর, কারওয়ান বাজার, শাহবাগসহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মোটরসাইকেল চালকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে এ বিক্ষোভ শুরু হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে প্রধান সড়ক বন্ধ করে অবস্থান নেন অর্ধশতাধিক মোটরসাইকেল চালক।

এ সময় ২৭ নম্বর প্রধান সড়কে মোটরসাইকেল আড়াআড়ি করে রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দেন চালকরা। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয় সড়কের দুই পাশেই। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে ১০-১৫ মিনিটের মধ্যেই সড়কে আবারও যান চলাচল শুরু হয়।

দেশে আবারও করোনার সংক্রমণ দ্রুত বাড়ায় ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গণবরিবহনকে স্বাস্থ্যবিধি মেনে চলার নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশ মেনে রাজধানীর বাসগুলো অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঠেলাঠেলি করেও বাসে উঠতে পারছে না অনেকে।

গণপরিবহন সংকটের প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। সে বিক্ষোভের রেশ না কাটতেই বাইক নিয়ে সড়ক অবরোধ করেন অ্যাপে মোটরসাইকেল চালানো ব্যক্তিরা।