• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৫ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

লকডাউনের মধ্যে সিলেটে চলছে গণপরিবহন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

লকডাউনের বিধিনিষেধ আরোপ করে থামানো যাচ্ছে না গণপরিবহন চলাচল। লকডাউনের এক সপ্তাহ গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। 

সিলেট নগরীর আম্বরখানা, জেলরোড, টিলাগড়, শাহপরাণ বাইপাস, উপশহর, মদিনা মার্কেট, টিলাগড়, মীরের চক, মেন্দিবাগ, মুধশহীদ, তালতলা, মজুমদারী, কদমতলীসহ অধিকাংশ এলাকায় সরকারের নির্দেশনা না মেনে চলছে যানবাহন।

গণপরিবহন বন্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহের জন্য সিলেটে ১১টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনায় জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর ঘর থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলাম নির্দেশনাগুলো মেনে চলতে জনসাধারণকে অনুরোধ করেন।