• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ইশরাকের পর নয়াপল্টনে বিক্ষোভে যোগ দিলেন তাবিথও

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার হরতাল সমর্থনে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাজির হয়েছে উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। এর আগেই সেখানে হাজির হয়ে বিক্ষোভ করতে থাকেন দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

বেলা সোয়া ২টার দিকে তাবিথ আউয়াল বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় তাবিথ আউয়াল বলেন, দুই সিটিতে ন্যূনতম সুষ্ঠু ভোটটাও হয়নি। এ রকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করিনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।

এ সময় ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ফলের যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে, তার চাইতে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি– আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফল ঘোষণা হয়েছে, সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফল। আমরা এ ফল প্রত্যাখ্যান করছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। রিজভীসহ কেন্দ্রীয় নেতারা চেয়ারে বসা। আর অন্য নেতাকর্মীরা তাদের সামনে ফুটপাতে বসা। ইশরাক আসেন বেলা ১১টার দিকে। তিনি এসেই বিক্ষোভরত নেতাকর্মীদের মাঝে বসে পড়েন।

অনেকে তাকে সম্মান দেখিয়ে পেছনে নেতাদের সঙ্গে চেয়ারে বসতে বললেও তিনি বসেননি। কর্মীদের পাশে ফুটপাতেই বসে পড়েন। এ সময় নিজেই স্লোগানের নেতৃত্ব দেন ইশরাক। তার সঙ্গে শতাধিক নেতাকর্মী ফুটপাতে বসে স্লোগান দিচ্ছেন।

বিএনপি নেতাকর্মীদের ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘আজকের হরতাল, চলছে-চলবে’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন।