• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সম্পর্ক : মাইনুল ইসলাম পলাশ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সম্পর্ক মানে সম পরিমাণ কর্তৃত্ব। যখন দুজন বা ততোধিক ব্যক্তির নিজেদের মধ্যে সমান কর্তৃত্বের অধিকার তৈরি হয় তখন তাকে সম্পর্ক বলে। সম্পর্ক এমন একটি শব্দ যেখানে লুকিয়ে আছে হাজারো অর্থ। টান, মায়া, আন্তরিকতা, ভালোবাসা যাই বলেন না সবই সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ।

বর্তমান আধুনিকতার ছোঁয়ায় কোথায় যেন হারিয়ে যাচ্ছে সম্পর্ক নামক শব্দটি, বলাটা খুবই মসকিল। মায়ার বন্ধন, আন্তরিকতা, ভালোবাসা, মনের টান সব যেন বাজারে বিক্রি করা পন্যের মতো দাম দিয়ে পাওয়া যাচ্ছে বা মূল্য বদল হচ্ছে। অর্থাৎ সম্পর্ক নামক শব্দটি আজ হয়ে গেছে ‘গিভ অ্যান্ড টেক’। 

একটি সম্পর্ক গড়তে গেলে যেসব গুণ থাকা জরুরী যেমন- সততা, ওয়াদা, বিশ্বস্ততা, বন্ধুত্ব, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, বোঝার ক্ষমতা, স্বচ্ছতা ও ভালোবাসা। কিন্তু এসব গুণ আজ ঘুণে ধরেছে বলে সম্পর্ক হয়ে গেছে সেই ‘গিভ অ্যান্ড টেক’। বিশ্বাস-অবিশ্বাস, স্বচ্ছতা, বোঝার ক্ষমতা অথবা দায়িত্বে অবহেলার কারণে আজ সম্পর্কে ফাটল। বাড়ছে পারিবারিক দ্বন্দ্ব-কলহ, সন্তান হয়ে যাচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্ন, স্বামী-স্ত্রীর মধ্যে হচ্ছে বিচ্ছেদ, বন্ধুত্বের মধ্যে থাকছে না সততা অথবা ওয়াদা পালনের ক্ষমতা। 

লক্ষ্য করে দেখবেন, দুটি মানুষের পরস্পরের ভালো লাগা, ভালোবাসার সম্পর্ককে সামাজিক গ্রহণযোগ্যতার জন্য বিয়ে করে, যে দুজন মানুষ একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে সংসার শুরু করে, একটা সময় সেই মানুষগুলো একজন অন্যজনের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে নিজেদের দায়িত্ব সরিয়ে পেলে, যাহা পরবর্তীতে সম্পর্কে ফাটল ধরে ডিভোর্সে পর্যন্ত গড়ায়। কিন্তু কেন?

এর পেছনে নানাহ কারণ রয়েছে, কারন আজকাল আমরা ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, বোঝার ক্ষমতা, দায়িত্ববোধ সবকিছুকে কমার্শিয়াল করে ফেলেছি। আবার অনেকে বৈবাহিক সম্পর্কের বাহিরে পরকিয়া কিংবা লিভ–টুগেদারে মনোযোগী বেশি। 

সম্পর্ক মানে সম পরিমাণ কর্তৃত্ব, টান, মায়া, আন্তরিকতা, ভালোবাসা যাই বলেন না বর্তমানে সবই মিথ্যে, সত্য হলো এই সম্পর্ক নামক শব্দটিকে ধর্ম, পরিবারের মান-সম্মান, সন্তানের কথা চিন্তা করে সুসম্পর্ক ভেবে যাই তাই করে জীবন কাটিয়ে দেওয়া।

সবশেষে বলা যায়, সম্পর্ক এমন একটি উপলব্ধির নাম, সেটি সময়ের বিবর্তনে খারাপ হয়ে গেলেও সুসম্পর্কে নিয়ে জীবনের মুহূর্তগুলোকেও সুন্দর করে তোলো। কারণ সম্পর্ক একটি রোগের নামও বটে। আর এই রোগের চিকিৎসা নেই। তাই প্রাণবন্ত হয়ে বাঁচতে গেলে সুসম্পর্কটা খুবই জরুরি।

লেখক
এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
সম্পাদক
ক্রাইম প্রতিদিন
প্রতিষ্টাতা ও চেয়ারম্যান
অপরাধ মুক্ত বাংলাদেশ চাই