• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল পৌঁছে দিয়েছে। তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ধারাবাহিকভাবে সরকারে রয়েছি বলেই দেশের উন্নয়ন হচ্ছে। স্বাস্থ্যসেবা, নগর উন্নয়ন, রাস্তাঘাট, আকাশপথ, রেলপথের উন্নয়ন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে বাধা আসতে পারে, সেইজন্য সব পরিকল্পনাগুলো হাতে নেয়া হয়েছে। সব কিছু বাস্তবায়ন হচ্ছে।

শেখ হাসিনা বলেন, মনে রাখতে হবে, আমরা কষ্ট করে মর্যাদা অর্জন করেছি, সেটি ধরে রাখতে হবে। পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৎভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা গ্রামকে শহর হিসেবে রূপান্তরিত করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধিশীল দেশ। এই স্বাধীন দেশে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। যার ঘর ও জমি নেই, তাদের একটি করে ঘর দেয়া হবে।