• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট

ক্রাইম প্রতিদিন ডেস্ক

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি সামলাতে নতুন করে যে 'লকডাউন' আরোপ করা হয়েছে সেটি কার্যকর শুরু হয়েছে।

সরকারি আদেশে এটিকে বিধিনিষেধ বলা হচ্ছে। 

আজ বুধবার সকালে  ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পুলিশকে  তৎপর দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে। চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যারা জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

বহু রাস্তা বেরিকেড বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

আজ থেকে ২১শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস।

তবে শিল্প কারখানা চালু থাকবে। আংশিক খোলা থাকবে ব্যাংক।