• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৬ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা ভ্যাকসিন : নিতে হতে পারে ‘তৃতীয় ডোজ’

ক্রাইম প্রতিদিন ডেস্ক

এই প্রথম করোনা প্রতিষেধকের তৃতীয় ডোজের কথা সামনে নিয়ে এল কোনও প্রতিষেধক প্রস্তুত সংস্থা।

আমেরিকার সংস্থা ফাইজার করোনাভাইরাস প্রতিষেধকের আরও বেশি কার্যকরিতার জন্য তৃতীয় ডোজ নেওয়ার কথা ঘোষণা করল তারা। সংস্থার আরও দাবি, করোনার কবল থেকে বাঁচতে তার পর থেকে প্রতি বছরেও একটি করে ডোজও নিতে হতে পারে।
 
বৃহস্পতিবার ফাইজারের সিইও অ্যালবার্ট বউরলা এক সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, ভাইরাসের নতুন স্ট্রেন যে ভাবে সারা বিশ্বে সংক্রমণ ঘটাচ্ছে, তা রুখতে দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যেই একটি বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন রয়েছে। তৃতীয় ডোজের পর থেকে প্রতি বছর আবার একটি করে ডোজও নিতে হতে পারে।

তবে এ বিষয়টি এখনও নিশ্চিত হতে হবে বলে তিনি মন্তব্য করেন। কারণ এক্ষেত্রে করোনার ভ্যারিয়েন্ট একটি বড় ভূমিকা রাখবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
 
তবে প্রতি বছর প্রতিষেধকের একটি করে ডোজ নেওয়ার প্রয়োজন রয়েছে কি না এখনও সেটি নিশ্চিত নয় বলেও জানিয়েছে সংস্থা। ফাইজার জানিয়েছে, প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে এবং সবটাই নির্ভর করছে ভাইরাসের নতুন নতুন স্ট্রেনগুলির উপর।

চলতি মাসের শুরুর দিকে ফাইজার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, তাদের ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯১ শতাংশেরও বেশি কার্যকর এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর ছয় মাস পর্যন্ত এই ভ্যাকসিন ৯৫ শতাংশেরও বেশি কার্যকর।
 
তবে গবেষকরা বলেছেন যে ছয় মাস পরে সুরক্ষা স্থায়ী হয় কিনা তা নির্ধারণের জন্য আরও তথ্য প্রয়োজন।

জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করে ফাইজার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে এই ভ্যাকসিন ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে।

ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফেব্রুয়ারিতে ঘোষণা করে যে, নতুন নতুন ধরনের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াই করার জন্য এটি তার ভ্যাকসিনের তৃতীয় ডোজ পরীক্ষা করছে।

বুরলো বৃহস্পতিবার বলেছেন, তাদের কোম্পানি নতুন সূত্রে কাজ করছে যাতে তাদের ভ্যাকসিনকে সাধারণ তাপমাত্রায় চার থেকে ছয় মাস ধরে সংরক্ষণ করা যায়।