• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২১ এপ্রিল, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

লালমোহনে ভূমিদস্যুদের তাণ্ডবে দিশেহারা কয়েকটি পরিবার

এম এ হান্নান

ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নে ভূমিদস্যুদের তান্ডবে অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ভূমি জবরদখলের উদ্দেশ্যে মিথ্যে মামলা আর হামলার ভয়ে আতঙ্কিত পরিবারগুলো। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ভূমিদস্যুর অদৃশ্য প্রভাবের কারণে কোথাও কোন বিচারও পাচ্ছেন না তারা।

জানা যায়, ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইলিশা কান্দি গ্রামের রিক্সাচালক আবুল বাশার গাম জড়ানো টাকায় এক টুকরো জমি কিনে বসতঘর তুলে বসবাস করে আসছেন। তিন সন্তান আর স্ত্রী পাখি বেগম কে নিয়ে চলছিল তার সুখের সংসার। তবে ওই সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ায় স্থানীয় ভূমিদস্যুখ্যাত আহাদ মাস্টার ও তার ভাইয়েরা।

রিক্সাচালক বাশারের স্ত্রী পাখি বেগম অভিযোগ করে বলেন, ঘরভিটা জবরদখলের উদ্দেশ্যে পূর্বেও একাধিকবার রাতের আঁধারে বসতঘরে আগুন দিয়েছিল ভূমিদস্যুরা। এতেও কাজ না হওয়ায় কিছুদিন পূর্বে বাশারের নামে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে আহাদ মাস্টার ও তার ভাই শহিদ। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটি জেলে বন্দি থাকায় তিন সন্তান নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

বাশার জেলে থাকার সুযোগে গত ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে আহাদ মাস্টার ও তার লোকজন পাখি বেগমের ঘরে ভাঙচুর ও হামলা চালায়। এ ঘটনায় পাখির চাচাতো ভাই দুলাল বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৮, তারিখ-১৭ এপ্রিল ২০২১।

এ ব্যাপারে জানতে চাইলে মোঃ আঃ আহাদ ওরপে আহাদ মাস্টার বলেন, আমার ভাই শহীদকে দেখলেই পাখি বেগম বলে, আমার স্বামীকে জেলে দিছোস, এবার আমার ভাত কাপড় দে।

এদিকে আহাদ মাস্টার ও তার ভাইদের কারণে জায়গা থাকতেও পরের ঘরে থাকতে হচ্ছে এলাকার শফিকুল ইসলাম ও তার পরিবার কে। জমি কিনেও নিজ জমিতে ঘর করতে পারেনি আহাদ মাস্টারের হুমকি ধমকি আর মিথ্যে মামলার ভয়ে। ফলে অন্যের বাড়িতে থাকতে হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, পাখি বেগমের ঘর ভাঙচুরের অভিযোগে তার চাচাতো ভাই দুলাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।