• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ মে, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

খালেদা জিয়ার অবস্থা ‘অপরিবর্তিত’

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দল।  মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিতি সাংবাদিকদের এ কথা জানান চিকিৎসক দলের সদস্যরা।

তারা বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা আজকে ওনার (খালেদা জিয়া) যে সব পরীক্ষা গতকাল (সোমবার) করানো হয়েছিল এবং আজ (মঙ্গলবার) সকালে করানো হয়েছে, সেগুলো রিভিউ করেছেন। ওনারা পরীক্ষা-নিরীক্ষা করে তার চেস্ট দেখেছেন। কিছু ট্রিটমেন্ট কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সে অনুযায়ী ওনার চিকিৎসা চলছে’।

চিকিৎসকরা জানান, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সোমবার যে অবস্থায় ছিলেন এখনো উনি সেই অবস্থাতে আছেন। ওনার চিকিৎসা চলছে’।

দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান চিকিৎসক।  

সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকালে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করে। এভারকেয়ার হাসপাতালে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করেন।

গত ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পরদিনই এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ধরার পর গত ১১ এপ্রিল থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। ১৪ দিন পর আবার পরীক্ষা করা হলে তখনো তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৭ এপ্রিল রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চেস্টের সিটি স্ক্যান ও কয়েকটি পরীক্ষার পর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।