• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৫ মে, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

যাত্রী নিয়ে ঢাকা আসার পথে ৬ বাস আটক

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ছয়টি দূরপাল্লার বাস আটক করেছে যশোর পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের মণিরামপুর থানার সামনে ও যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড থেকে চারটি ও রাত ১২টার পর যশোর কোতোয়ালি থানার সামনে থেকে আরও দুইটি যাত্রীবাহী বাস আটক করা হয়।

যশোরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। খবর পেয়ে রাতে যশোরের মণিরামপুর থানার সামনে ঠিকানা পরিবহনের একটি ও গ্রিন বাংলার দুটি বাস আটক করা হয়।এছাড়া একই রাতে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ডে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। বাস চারটিতে মোট ৮৪ জন যাত্রী ছিলেন। এরপর যাত্রীরা যে স্থান থেকে এসেছেন তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিনি আরও জানান, বাস আটক করা হলেও চালক ও হেলপারদের আটক দেখানো হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক ইন্সপেক্টর (যশোর সদর) শুভেন্দুকুমার মুন্সি জানান, রাতেই বাসের যাত্রীদের পুলিশের উদ্যোগে মাইক্রোবাস ও কারযোগে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। রাতে যশোর কোতোয়ালি থানার কাছ থেকে আরও দুটি যাত্রীবাহী বাস আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। এই বাস দুটিতে ৩০ জন করে মোট ৬০ যাত্রী ছিলেন।