• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৫ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র, বিতর্কে বিজিবি

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কুষ্টিয়ায় জব্দ করা ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়েছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা ও বিতর্ক।

ঘটনাটি গতকাল ৪ঠা ফেব্রুয়ারির। এদিন কুষ্টিয়ার মিরপুরে বিজিবি একটি অনুষ্ঠান আয়োজন করে। সেখানে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জব্দকৃত ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্রের আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়। প্রতিকৃতির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে তা দ্রুত ভাইরাল হয়।

সমালোচকরা বলছেন, ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করে দেশের অপমান করা হয়েছে। মাদক ধ্বংসের অনুষ্ঠানের গুরুত্ব খর্ব করে বিষয়টিকে হাস্যরসের বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। বিজিবির মত একটি সংস্থা থেকে এ ধরনের কার্যক্রম অগ্রহণযোগ্য।

তবে এ বিষয়ে বিজিবি বলছে, কোনো উদ্দেশ্য নিয়ে এ কাজটি করা হয়নি। বাংলাদেশের সব অঞ্চলেই মাদকের বিস্তার এমন কিছু বোঝাতেই প্রতিকৃতিটি তৈরি করা হয়েছে।