• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ মে, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

গৃহকর্মীকে নির্যাতনের পর ফেলা হয় জঙ্গলে

ক্রাইম প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় এক গৃহকর্মী কিশোরীকে নির্যাতন ও জঙ্গলে ফেলে আসার অভিযোগে এক দম্পতি ও বাড়ির দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকা থেকে তারা গ্রেপ্তার হন। 

পুলিশ জানায়, গত ২৭ মে রাঙ্গুনিয়ায় দুর্গম জঙ্গল থেকে নির্যাতনের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়। তারপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হলেই ভুক্তভোগী কিশোরী তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দেয়। 

তার ভাষ্যমতে, যে বাসায় সে কাজ করত সেখানকার গৃহকর্তা মো. সেলিম ও তার স্ত্রী জেসমিন আকতার সুমি এবং ওই বাড়ির দারোয়ান মো. আলী আকবর তাকে নির্যাতনের পর জঙ্গলে ফেলে দিয়ে আসেন। 

১৫ বছর বয়সী কিশোরী জানায়, গত ৩ মাস ধরে সে পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা মো. সেলিমের বাসায় কাজ করছিল। সেখানে ছোটখাটো ভুল হলে তার ওপর অমানুষিক নির্যাতন চালাতেন সেলিম ও তার স্ত্রী। পান থেকে চুন খসলেই চামচ গরম করে তার গায়ে ছ্যাঁকা দেওয়া হতো। কথায় কথায় গায়ে গরম পানি ছুড়ে মারা হতো। পরিবারের সবাই খাওয়ার সময় তাকে টয়লেটে বন্দি করে রাখত। সর্বশেষ গত ২৭ মে নির্যাতনের একপর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। 

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির জানান, গত ২৭ মে নির্যাতনের পর ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাকে রাঙ্গুনিয়ায় দুর্গম জঙ্গলে ফেলে আসেন বাড়ির মালিক। খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে উঠলে ভুক্তভোগীর বয়ান নেওয়া হয়। তার ভিত্তিতে সেলিম দম্পতি ও তাদের বাড়ি দারোয়ান আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।