• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ মে, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সীমান্তের জেলাগুলোতে লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক।  এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, কোন কোন জেলায় লকডাউন দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে।  তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি।  প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা।  এই টিকা প্রথমেই দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এর পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।  রাশিয়ার ভ্যাকসিনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।