• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২০

মোঃ ইসমত দ্দোহা, ঢাকা

আজ দিনশেষে পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২০ এর। মেলায় দেখা যাচ্ছে বিদায়ের সুর, বিক্রি 'র পাশাপাশি ঘোচানো হচ্ছে প্রয়োজনীয় মালামাল, আজ রাত ১২.০০পরে আর থাকা যাবেনা মেলা প্রাঙ্গণে।

গত ১লা জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন মুজিব শতবর্ষের প্রথম আন্তর্জাতিক এই বানিজ্য মেলার। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের খোলা মাঠে বানিজ্য মন্ত্রণালয় আয়োজিত মেলার প্রবেশ পথ ছিলো পদ্না সেতু আদলে তৈরী করা। বরাবরের মতো এবারের মেলাতেও রাখা হয় বঙ্গবন্ধু  প্যাভিলিয়ন, যেখানে জাতির জনকের জীবন ও রাজনৈতিক নিদর্শন সমূহ তুলে ধরা হয়।

আমাদের দেশীয় কোম্পানির পাশাপাশি বিদেশী কোম্পানি গুলো ব্যাপক অংশগ্রহণ ছিলো এবারের মেলাতে। জানুয়ারি মাস ব্যাপি আয়োজিত মেলায় ক্রেতা, বিক্রেতা, দেশী -বিদেশী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিলো শেরে বাংলা নগরের বানিজ্য মেলায়। গ্রামীন কুড়ে ঘরের আদলে ও আধুনিক ডিজিটাল বৈচিত্র্যময় প্যাভিলিয়নে ভরপুর ছিলো আধুনিক ও বিশ্ব মানের পন্য সম্ভারের। খাবার আইটেম, গৃহসজ্জা, গৃহস্থালির নিত্য ব্যবহার্য পন্য, ব্যক্তিগত ব্যবহৃত পন্যই বিক্রি হয় ব্যাপক হারে এবারের মেলায়। বিভিন্ন প্যাভিলিয়নের বিক্রমকর্মীদের সাথে কথা বলে জানা যায় মেলার শুরুতে শৈত্য প্রবাহ, বৃষ্টির প্রভাব,সিটি নির্বাচন এতো সব ঝামেলার মাঝেও বেচাকেনা ভালোই ছিলো। 

আজ বৃহস্পতি বার (০৬ফেব্রুয়ারি)মেলা শেষ না হয়ে যদি আগামী শুক্র ও শনিবার সময় বৃদ্ধি করা যেতো তাহ‌লে আরও কিছুটা ভালো হতো, এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শেষ দিন সকাল হতেই মেলায় প্রচুর লোকসমাগম দেখা যাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে বলেই মনে করেন ব্যবসায়ীরা। মেলা ঘুরে দেখা যায় নারী -পুরুষ অধিকাংশ ক্রেতাদের ভিড় গৃহস্থালির ব্যবহার্য প্যাভিলিয়নগুলোতে, কমদামে অনেক সুন্দর দেশী -বিদেশী পন্য কিনতে পেরে খুশি ক্রেতারা। বরাবরের মতো এবারও সরকারি বেশকিছু প্যাভিলিয়ন ছিলো মেলাতে, সোনালী ব্যাংক, ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, পাট বস্ত্র, সমবায় প্যাভিলিয়নসহ বেশ কিছু সেবা মূলক প্যাভিলিয়ন। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মোবাইল ব্যাংকিক প্রতিষ্ঠান "বিকাশ "ছিলো সবার চেয়ে এগিয়ে, তাদের কর্মীদের কার্যক্রম ছিলো উল্লেখযোগ্য চোখে পড়ার মতো।

দেশী -বিদেশী বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়ন গুলোতে ছিলো স্মার্ট ও প্রশিক্ষণ প্রাপ্ত বিক্রিয় কর্মীদের ব্যাপক উপস্থিতি। বিক্রয় কর্মীদের সাবলীল আচরণ ছিলো সুন্দর ও মনোমুগ্ধকর। খন্ডকালীন কাজ দিয়ে শুরু করলেও পরবর্তীতে অনেকেই সংশ্লিষ্ট কোম্পানিতে স্হায়ী কাজ পেয়ে যায়। মেলায় একজন বিক্রয়কর্মীকে যে প্রশিক্ষণ দেওয়া হয় তা ব্যক্তিগত কর্মজীবনেও প্রয়োজন হয়। 

নিরাপত্তাসহ সবকিছু সুন্দর সাবলীলভাবে চললেও মেলার ভিতরে হকারের হাঁকডাক আর রাস্তায় রাস্তায় ভিক্ষুদের শুয়ে থাকা, খোলা খাবার বিক্রি এইসব বিষয়গুলো আন্তর্জাতিক মেলার নামের সাথে বেমানান। সংশ্লিষ্ট আয়োজকদের আগামীতে এই বিষয়গুলো আরও সতর্কভাবে দেখতে হবে।