• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ জুন, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বাসদের সমাবেশে আ’লীগের হামলা, আহত ১০

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বরিশাল নগরীতে সড়ক সংস্কারের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিক্ষোভ সমাবেশে দুই সহোদর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা ও ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লার নেতৃত্বে হামলা করা হয়েছে। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১২টার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনালসংলগ্ন গোল চত্বরে এ হামলা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বাসদের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যান। হামলাকারী মনির মোল্লা ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লা ওই এলাকার স্থানীয় বাসিন্দা। 

জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন জানান, রূপাতলী-সাগরদী এলাকায় সড়ক ও ড্রেন সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে পূর্ব কর্মসূচী অনুযায়ী সোমবার বেলা ১২টার দিকে রূপাতলী বাস টার্মিনালসংলগ্ন গোল চত্বরে সমাবেশ শুরু করেন। সমাবেশ শুরুর পর পরই মনির মোল্লা ও জাকির মোল্লার নেতৃত্বে ১০-১২ জন এসে সমাবেশে হামলা করে এবং ব্যানার কেড়ে নেয়। হামলায় ছাত্রফ্রন্ট নেতা সাইফুল ইসলাম ও শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলামসহ ১০ জন আহত হয়েছেন। 

প্রকৌশলী রুমন জানান, হামলা উপেক্ষা করে বাসদ নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হয়ে সেখানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বাসদের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তীসহ অন্যান নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করেন। রূপাতলীতে হামলার প্রতিবাদে বাসদ মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। 

হামলার অভিযোগ প্রসঙ্গে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা সাংবাদিকদের বলেন, তাদের বাড়িসংলগ্ন ভাষাণী সড়কের সংস্কার কাজ কিছুদিন আগে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উদ্বোধন করেছেন। ঠিকাদার এখনও কাজ শুরু করেননি। বাসদ নেতাকর্মীরা সোমবার সকালে তার (কাউন্সিলর জাকির) বাসার সামনে অবস্থান নিয়ে সড়ক সংস্কারের দাবি জানিয়ে সমাবেশ শুরু করে। এ সময় তিনি ও তার ভাই মনির মোল্লা গিয়ে ভাষাণী সড়কের নাম উল্লেখ করার প্রতিবাদ ও সেখানে সমাবেশ করতে নিষেধ করেন। তবে হামলা হয়নি বলে দাবি করেন কাউন্সিলর জাকির।