• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ জুন, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সেতুমন্ত্রীকে কটূক্তির অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তা আটক

ক্রাইম প্রতিদিন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তার নাম জিয়াউর রহমান সম্রাট (৩৮)। শনিবার তাকে আটক করা হয়।

কবিরহাট থানার ওসি টমাস বড়ূয়া বলেন, জিয়াউর রহমান সম্রাট নোবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প বিভাগের সহকারী পরিচালক ও কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামচি গ্রামের ইউছুপ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, ১৭ জুন রাত ১২টা ৮ মিনিটে জিয়াউর রহমান সল্ফ্রাট তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে অশালীন মন্তব্য লিখে পোস্ট দেন। এ ঘটনায় শুক্রবার রাতে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম শুক্রবার রাতে কবিরহাট থানায় একটি জিডি করেন। এতে উল্লেখ করা হয়, সম্রাটের কুরুচিপূর্ণ স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের মান-সম্মান ক্ষুণ্ণ হয়। দলের ও প্রিয় নেতার সম্মান নষ্ট করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ওই জিডির আলোকে কবিরহাট থানা পুলিশ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজির হাট-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে কবিরহাট থানায় নিয়ে আসেন। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

আটক জিয়াউর রহমান সম্রাট দাবি করেন, তিনি ওবায়দুল কাদেরকে নিয়ে কোনো স্ট্যাটাস দেননি, তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছিল।

নোবিপ্রবি রেজিস্ট্রার ড. আবুল হোসেন বলেন, সরকারি চাকরিরত কোনো ব্যক্তির এ ধরনের কাজ করা অন্যায়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।