• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ জুন, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি : বিবিএস

ক্রাইম প্রতিদিন ডেস্ক

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এক বছরে ১ দশমিক ৩০ জন্মহারে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ লাখ।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস আজ সোমবার এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের প্রাক্কলিত জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৯১ লাখ। জন্মহার ছিল ১ দশমিক ৩০।

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস হয়েছে। পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর আর নারীর ৭৪ দশমিক ৫ বছর।

সাত বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ২ আর ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬।

বিবিএসের দাবি, দেশের ৯৬ দশমিক ২ ভাগ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত। স্যানিটেশন আছে ৮১ দশমিক ৫ ভাগ পরিবারে।