• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ জুন, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বিধিনিষেধে অফিস খোলা, বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে মানুষ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে সীমিত পরিসরে লকডাউন। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে খোলা সরকারি-বেসরকারি অফিস। এতে দুর্ভোগে পড়েছেন অনেকে।

রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের জটলা দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকেই পায়ে হেঁটে পৌঁছেছেন গন্তব্যে। 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে সারাদেশে চলছে লকডাউন। সরকারের ভাষায় সীমিত লকডাউন কিংবা বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি ও বেসরকারি অফিস।

সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। তবে কোথাও কোথাও বিধিনিষেধ না মানার অভিযোগ রয়েছে। তাদের সচেতনতায় মাঠে নেমেছেন প্রশাসন। 

এদিকে, গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন ২৫ জন। এছাড়াও খুলনায় ১২;  কুষ্টিয়ায় ৯ জন ও সাতক্ষীরায় ৪ জন মারা গেছেন।