• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ জুলাই, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

পরকীয়া : স্ত্রীকে পুলিশে দিলেন স্বামী

ক্রাইম প্রতিদিন ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে গৃহবধূসহ স্বামীর বন্ধুকে আটক করে আদালতে হস্তান্তর করেছে রামগড় থানা পুলিশ।

আটককৃত দু’জন হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার বশির আহাম্মেদের ছেলে রাকিবুল ইসলাম (২২)। তিনি হামদর্দ ল্যাবরেটরিসের রামগড় উপজেলার বিক্রয় প্রতিনিধি। আটককৃত আরেকজন রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে ও অ্যালকো ফার্মার রামগড় উপজেলার প্রতিনিধি হাসান আহাম্মেদের স্ত্রী তাছলিমা আক্তার (২২)।

মামলার এজহারে জানা যায়, অ্যালকো ফার্মায় কর্মরত থাকা অবস্থায় চার বছর আগে বিবাদি তাসলিমা আক্তারের সাথে বাদি হাসান আহম্মেদের বিয়ে হয়। চাকরির সুবাদে স্ত্রীসহ রামগড় বাজারে বাসা ভাড়া নিয়ে থাকেন।

হামদর্দ ল্যাবরেটরিসের বিক্রয় প্রতিনিধি রাকিবের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠে। এর সূত্র ধরে রাকিব তার বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তার স্ত্রীর সাথে রাকিবের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাত ৮টায় বাদি হাসান আহমেদ কাজ শেষে বাড়িতে ফিরে তার স্ত্রীকে বন্ধু রাকিবের সাথে আপত্তিকর অবস্থায় দেখেন। তখন প্রতিবেশীদের খবর দিয়ে ডেকে আনেন।পরে পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।

মামলার বাদি গৃহবধূর স্বামী হাসান আহম্মেদ বলেন, তিন বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে তার স্ত্রী ও রাকিব ব্যাভিচারে লিপ্ত হয়েছিলেন। তিনি নিজেই তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। স্ত্রী পর পুরুষের সাথে ব্যাভিচারে লিপ্ত হওয়ায় এমন খারাপ চরিত্রের স্ত্রীর সাথে আর সংসার করতে চান না বলে জানান তিনি।

অভিযুক্ত অ্যালকো ফার্মার প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, বাদি হাসান আহম্মেদ তার বন্ধু। ওই সূত্র ধরে দেখা করতে তিনি বাড়িতে যান। ঘটনাটি সমস্ত ভুল বোঝাবুঝি বলেন তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত দু’জনকে আটক করে। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাভিচার আইনের দন্ডবিধি ৪৯৭ ধারায় আদালতে হস্তান্তর করা হয়েছে।