• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ জুলাই, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।  গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা। 

করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ রোববার গণমাধ্যমকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তত দুই সপ্তাহ পুরোপুরি লকডাউন থাকা উচিত। না হয় তো ফলাফল আসবে না।  বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত। যেহেতু এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন চলছে, স্বাভাবিকভাবেই আমরা চাইব, এটা আরও এক সপ্তাহ বাড়ানো হোক।

এদিকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। যেহেতু এখনো হাতে সময় আছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৬ জুলাই এ বিষয়ে জানা যাবে।