• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ জুলাই, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য, ব্রিটিশ হাইকমিশনারকে তলব

ক্রাইম প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে আপত্তিকর বক্তব্য থাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১১ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়।

সম্প্রতি ব্রিটিশ ফরেন অফিস বিশ্বের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মহাপরিচালক। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে তাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, বিএনপি চেয়ারপারসনের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার শাস্তি ২০২০ সালের মার্চ মাসে স্থগিত করা হয়।

এ সময় শর্ত দেওয়া হয় তিনি দেশে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। পরবর্তীতে ২ দফা এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে সরকার এটি করেছে। এক্ষেত্রে গৃহবন্দি শব্দটি স্পষ্টই ভুল বার্তা দেওয়া হচ্ছে।