• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ জুলাই, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বরিশালেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরে অনিয়ম

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ভেঙে যাওয়াসহ তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বরিশালে। মেহেন্দিগঞ্জে ভাঙার পাশাপাশি ফাটল ধরেছে অনেক ঘরে। অভিযোগ আছে সদরে নির্মিত ঘর নিয়েও। এতে বিপাকে পড়েছেন ঘরের বাসিন্দারা। অনিয়মকারীদের বিচার দাবি করেছেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বিষয়টি খতিয়ে দেখতে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবনে ভালভাবে থাকার স্বপ্ন দেখছিলেন বরিশাল জেলার দুই সহস্রাধিক ভূমি ও গৃহহীন মানুষ। কিন্তু কিছু দিনের মধ্যেই তাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। মেহেন্দিগঞ্জের শ্রীপুরে চারটি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল আছে আরও ১৪টিতে। বরিশাল সদর উপজেলার হিরণ নগর ও গিলাতলী এলাকায় বেশ কিছু ঘরে ফাটল ধরেছে। মেঝে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরগুলো নির্মাণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

ঘরের কয়েকজন বাসিন্দারা জানান, প্রধানমন্ত্রী ঘর দিয়েছে; অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি। কিন্তু ঘর ভেঙে যাচ্ছে। এগুলো ঠিক না করলে সেখানে থাকা যাবে না।

এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক।

বরিশালের দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী বলেন, এ ঘরগুলো নিম্নমান সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এ দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক।

অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এ ঘর নির্মাণে যে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করা হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।

এ ঘটনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। জেলায় প্রথম ধাপে ১ হাজার ৫শ ৫৬টি ঘর নির্মাণ করা হয়।