• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৫ জুলাই, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অসহায় ও দুস্থদের পাশে কিশোরগঞ্জের পুলিশ সুপার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে করোনাভাইরাস সংকটে বেদে, নরসুন্দর, হরিজন ও তৃতীয় লিঙ্গের অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। বুধবার জেলা পুলিশ লাইন্সে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রায় ২০০ জন অসহায়কে খাদসামগ্রী দেওয়া এ অনুষ্ঠানে। প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, আধা লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, একটি সাবান ও একটি মাস্ক দেওয়া হয়।

এসময় পুলিশ সুপার সংক্রমণ থেকে বাঁচার জন্য অসহায় ও দুস্থ বেদে, নরসুন্দর, হরিজন ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের লোকজনকে করণীয় বিষয়ে পরামর্শ দেন।

দেশের দুর্যোগ মুহূর্তে কিশোরগঞ্জ জেলা পুলিশ সবার পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান।