• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ আগস্ট, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা ওয়ার্ডে স্বামীর মৃত্যু, ছুরি নিয়ে স্ত্রীর ধাওয়া

ক্রাইম প্রতিদিন ডেস্ক

চাঁদপুর সরকারি হাসপাতালে করোনা ওয়ার্ডে ধারালো ছুরি নিয়ে এক নারীর দৌড়াদৌড়িতে আতংক বিরাজ করছে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে।

জানা যায়, করোনা আক্রান্ত ওই নারীর স্বামী চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুরে মারা যান। এ ঘটনায় ওই নারী তার সাথে থাকা একটি ধারালো ফল কাটার ছুরি নিয়ে রোগীর স্বজনদের পাশাপাশি ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও নার্সদের ধাওয়া করেন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা এলাকার দেলোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় করোনা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এই ঘটনায় তার সহধর্মিনী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ধারালো ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের ধাওয়া করেন। এক পর্যায়ে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় ওই নারী শান্ত হন এবং তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে পড়েন।

এই ঘটনায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের মাঝে আতংক বিরাজ করছে।