• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৩ আগস্ট, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শ্রীপুরে জমি জবর দখলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদসহ কয়েকজনের  জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আঃ সামাদ,  জহিরুল ইসলাম ও নূরে আলম মুন্সিগঞ্জের লৌহজং থানার সাত ঘরিয়া গ্রামের শাহজাহান মৃধা বেনু স্থানীয়  ইসমাইল, ফারুক ও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানাযায়, মুক্তিযোদ্ধা আঃ সামাদ, জহিরুল ইসলাম ও নূরে আলম সাফ কবলা দলিল মুলে খরিদ করে ১৩২.৫০ শতাংশ জমির সীমানা নির্ধারন, নামজারী ও জমির খাজনা পরিশোধ করে ঘরবাড়ি নির্মাণ করে  ফসল উৎপাদন, সৃজিত বাগান করে ভোগদখল করে আসছেন।

ইতিমধ্যে স্থানীয় জমির দালালরাসহ অভিযুক্তরা দীর্ঘদিন যাবত জমিটি ক্রয় করার প্রস্তাব দিয়ে আসছে। বিক্রি করতে রাজি না হলে বেদখল করার হুমকি দিয়েও আসছিল। অভিযোগকারীরা বিক্রি করতে রাজি না হওয়ায় গত ১০ মে রাতে মুক্তিযোদ্ধা আঃ সামাদের ঘরবাড়ি ভেঙে, ফলের গাছপালা কেটে ও ২৬ জুলাই রাতে জহিরুল ইসলাম ও নূরে আলমের ধানের ফসলি জমি নষ্ট করে সিমেন্টের পিলার স্থাপন করে কাঁটা তারের বেড়া দিয়ে জবর দখল করে বেড়া দেয়।

এসময় অভিযোগকারীরা বাধা নিষেধ দিলে খুন জখমের হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়। উপায়ন্তর না পেয়ে ক্ষতিগ্রস্তরা শ্রীপুর মডেল থানায় আলাদা আলাদা লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শাহজাহান মৃধা বেনুর মোবাইল ০১৭১১৫৩৩০৯০ নম্বরে ফোন দিলে তার কথিত ব্যাক্তিগত সহকারী পরিচয়দানকারী 'স্যার ব্যাস্ত' বলে বারবার লাইন কেটে দেন। এবিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।