• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ আগস্ট, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

আফগানিস্তানে তালেবান উত্থানে সতর্ক আ'লীগ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে তালেবান উত্থানে সতর্ক আওয়ামী লীগ। কেউ তালেবান আদর্শে উজ্জীবিত হয়ে তাণ্ডব চালালে প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে। দেশজুড়ে সিরিজ বোমা হামলার দিনটিতে এক আলোচনা সভায় এসব বলেন আওয়ামী লীগ নেতারা।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়। মূলত এই হামলার মাধ্যমেই নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির জানান দেয় জঙ্গিরা। আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে জানায়, এ সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি গোষ্ঠী জেএমবি।

বোমা হামলার দিনটিকে প্রতিবছর 'সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ দিবস' হিসেবে পালন করে আওয়ামী লীগ। এবারও কেন্দ্রীয় কার্যালয়ে হয় আলোচনা সভা। 

বক্তারা বলেন, আফগানিস্তানে তালেবানদের দেখে উজ্জীবিত হয়ে দেশে কেউ তাণ্ডব চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর ১৫ আগস্ট, ২১শে আগস্টের গ্রেনেড হামলার ধারাবাহিকতাই হচ্ছে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা।

সভায় নেতারা আরও বলেন, যারা বিভিন্ন সময়ে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও একদিন বিচার হবে।