• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ সেপ্টেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ঈশানের

ক্রাইম প্রতিদিন ডেস্ক

পাঁচ বছরের শিশু ঈশান হাঁসদা জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ দ্রুত তার শরীরে অস্ত্রোপচার প্রয়োজন। নইলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিশু ঈশান হাঁসদা নিয়ামতপুরের একমাত্র সংবাদপত্র হকার রিপন হাঁসদার ছেলে।

ঈশানের শরীরে অস্ত্রোপচারের খরচ পড়বে প্রায় দুই লক্ষাধিক টাকা; যা তার বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই উন্নত চিকিৎসার অভাবে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে শিশু ঈশান। কিন্তু অসহায় বাবার কিছুই যেন করার নেই, চোখের জল ফেলা ছাড়া।

ঈশানের বাবা নিয়ামতপুর উপজেলায় কর্মরত একমাত্র সংবাদপত্র হকার। তারই একমাত্র সন্তান ঈশান (৫) হাঁসদা। কুঁড়েঘরে বাস করেও সন্তান ঈশানকে নিয়ে স্বপ্ন দেখেছিল বাবা। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলবে সে। বড় হয়ে সেও সোনার বাংলার গর্বিত নাগরিক হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করবে। কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখা, সেই সন্তান আজ জটিল রোগে আক্রান্ত। বাবা হয়েও সন্তানের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছেন না তিনি।

ঈশানের বাবা রিপন হাঁসদা জানান, ঈশানের স্থানীয়ভাবে চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসক পরামর্শ দিলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। দীর্ঘ করোনাকালীন লকডাউনে পত্রিকা বন্ধ থাকায় কর্মহীন অবস্থায় দিন কেটেছে তার। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে এলেও পত্রিকার সার্কুলেশন এখনো অনেক কম। আয় রোজগার একেবারে কমে গেছে তার।

এর মধ্যেও ঋণ করে ঈশানের চিকিৎসার জন্য বহুকষ্টে টাকা সংগ্রহ করে রাজশাহী মেট্রোপলিটন হাসপাতালে ডা. নওশাদ আলীর অধীনে চিকিৎসা করিয়েছেন তিনি। ডাক্তারের পরামর্শ দ্রুত ঈশানের অপারেশন প্রয়োজন। এর জন্য প্রয়োজন পড়বে ২ লক্ষাধিক টাকা। একমাত্র সন্তানকে বাঁচাতে, তার উন্নত চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করতে এখন দিশেহারা তিনি।

ছেলের চিকিৎসার জন্য সরকারি সহায়তা প্রয়োজন তার। এছাড়াও হিতৈষী, শুভানুধ্যায়ী ও দানশীল ব্যক্তদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।