• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ সেপ্টেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাস্তার উপর সিএনজি স্ট্যান্ড!

মোঃ কবির হোসেন

রাস্তার দুই পাশে সিএনজি রাখার কারণে প্রতিনিয়ত যাত্রী ও সাধারণ জনগণ দুর্ঘটনায় শিকার হচ্ছে এবং সব সময় যানজট সৃষ্টি হয়। তিনলাখপীর হইতে বিটঘর রাস্তাটি জনবহুল কতিপয় ব্যক্তি আধিপত্য বিস্তারের লক্ষ্যে রাস্তার উপর সিএনজি স্টেশন। 

 তিনলাখপীর সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন, তিনলাখপীর বাজারে সিএনজি স্টেশনের জায়গা রয়েছে। সেখানে সিএনজি স্টেশন নির্ধারণ করলেন দুর্ঘটনার কবল হতে মুক্তি পাওয়া যাবে যাত্রী ও সাধারন জনগন।

 তিনলাখপীর বাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম চেয়ারম্যান বলেন, বর্তমানে যেখানে তিনলাখপীর সিএনজি স্টেশন রয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনায় শিকার হচ্ছে।

 তিনি আরো বলেন,  আমিও বাজারে সিএনজি স্টেশন আনার বিষয়ে অনেকবার চেষ্টা করেছি। দুরবাজ মিয়া বলেন, আপনারা সাংবাদিক কিছু লিখালিখি করেন যাতে তিনলাখপীর সিএনজি স্টেশন বাজারে আসুক আমরা চাই।

 দারু মিয়া বলেন, তিনলাখপীর সিএনজি স্টেশন বটগাছের নিচে রাস্তার উপরে থাকার কারণে যানজটের সৃষ্টি হয়। তাই জরুরি ভিত্তিতে সিএনজি স্টেশন স্থানান্তর একান্ত প্রয়োজন। 

কসবা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁইয়া পিপিএম সেবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাস্তার বিষয়ে কোন ব্যবস্থা নিতে হলে হাইওয়ে পুলিশের কাজ। তারপরও আমি বিষয়টি দেখছি। পরিশেষে তাহার ব্যক্তিগত ডাইরিতে অভিযোগটি লিপিবদ্ধ করেন। 

এলাকার জনসচেতন মহলের জোর দাবি তিনলাখপীর রাস্তার উপর হতে সিএনজি স্টেশনটি স্থানান্তর হলে যাত্রী ও সাধারণ জনগণ দুর্ঘটনার কবল হতে মুক্তি পাবে এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত হবে।