• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ সেপ্টেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কবি মহিউদ্দিন কচির কবিতা সন্ধ্যা ও সম্মাননা প্রদান

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নিজের লেখা কবিতা নিয়ে শনিবার বন্ধু মহলের উদ্যোগে কবি মহিউদ্দিন কচি 'র একক কবিতা সন্ধ্যা 'র আয়োজন হয়ে গেল ঢাকার ওয়াটার গার্ডেন হোটেলে।

ছাত্র জীবন হতেই লেখার হাতে খড়ি কবি মহিউদ্দিন কচি 'র। ছাএ জীবনে রাজনীতি 'র পাশাপাশি লেখা লেখির প্রতিভার প্রকাশ ঘটলেও নিজের মতো করে লিখে যেতেন নিয়মিত। বিভিন্ন উৎসবে নিজের লেখা কবিতা প্রকাশ পেলেও কাউকে তা জানতেও দিতেন না, তবে বন্ধু মহলের আয়োজনে এবার প্রকাশ্যে এলেন কবিতা সন্ধ্যা 'র মাধ্যমে ।প্রকাশ্য রাজনীতিতে না থাকলেও রাজনৈতিক বন্ধুরা ঠিকই মনে রেখেছে তাদের কবি বন্ধুকে।ব্যক্তিগত কর্মজীবনের পাশাপাশি নিজের লেখালেখি ও সামাজিকভাবে শিক্ষা - সংস্কৃতি 'র কাজ করে যাচ্ছেন প্রচার বিমুখ এই কবি।

মাজহারুল ইসলাম লিঠনের সভাপতিত্বে ও লায়ন খোরশেদ আলমের সন্চালিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃমোহাম্মদ শামসুর রহমান, অধ্যাপক মৎস্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। সদস্য, তথ্য ও গবেষণা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
সম্মানিত অতিথি 'র বক্তৃতায় ডাঃমোহাম্মদ শামসুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরপরই কবি কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেন।আমাদের এই দেশে হাজারো কবি সাহিত্যিক এর জন্ম। কবিদের লেখনির মাধ্যমেই একটি সমাজ ও জাতির পরিবর্তন ঘটে।কবি মহিউদ্দিন কচি ও তার কবিতার মাধ্যমে আমাদের সমাজ ও দেশের কথা তুলে ধরবেন। তুলে ধরবেন সমাজের অবহেলিত মানুষের কথা। তিনি আরও বলেন আমার অবস্থান হতে কবির যে কোন প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জনাব মোঃইকবাল হোসেন, জামাল উদ্দিন, গোলাম রসুল, ইসমাইল মাহমুদ, নুরুল মোরসালিন মাসরু,মোঃসামছুল ইসলাম, মহিন উদ্দিন ভুলু,ভি পি বাবুল, আবদুল কুদ্দুস বাদল, সোয়েব হোসেন ফারুক, হাসিবুর রহিম বাচ্চু প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মহিউদ্দিন কচি। পাশাপাশি উপস্থিত শিশুরাও আবৃত্তি করেন কবি 'র লেখা কবিতা।

আলোচনা শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ হতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় কবির হাতে।হাজির পাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাএ -ইছাএী ফোরাম ঢাকা, ঢাকাস্থ চন্দ্রগন্জ থান জনকল্যাণ সমিতি, হাজির পাড়া গ্রন্থগার, হাজির পাড়া মোহাম্মদ (সঃ)পাঠাগার, গোফরান স্মৃতি পাঠাগার, ও আনন্দ স্পোর্টিং ক্লাব এর পক্ষ হতে।

পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মাকান্ডে অবদান রাখা ব্যক্তিগনকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 উল্লেখ্য কবি মহিউদ্দিন কচি লক্ষ্ণীপুর সদর উপজেলার ১১ নং হাজির পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহি মিয়া পরিবারের সন্তান।

নৈশভোজ ও উপস্থিত শ্রোতাদের মাঝে .ব্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ হয় কবিতা সন্ধ্যা 'র আসর।