• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২১ সেপ্টেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে ৯ আওয়ামী লীগ প্রার্থী ও ৪ বিদ্রোহী জয়ী

সালাহ উদ্দিন সুমন:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৪ প্রার্থী ও ২টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন এবং হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামীলীগ প্রার্থী ও ২টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নে আমিনুল ইসলাম রাজিব (নৌকা), ৭ নম্বর চরবাটা ইউনিয়নে আবুল বাশার মঞ্জু (নৌকা), চর আমান উল্যাহ ইউনিয়নে অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), ৪ নম্বর ওয়াপদা ইউনিয়নে আওয়ামীলীগের আবদুল মান্নান ভূঁইয়া (নৌকা), ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আবুল বাশার (মোটরসাইকেল) ও ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন চৌধুরী (আনারস) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ওই উপজেলার ৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

উপজেলা রির্টানিং অফিসার বিমলেন্দু কিশোর পাল ৬জন চেয়ারম্যান প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

অপরদিকে, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে মেহেদী হাসান (নৌকা), চর ঈশ্বর ইউনিয়নে আলাউদ্দিন আজাদ (নৌকা), নিঝুম দ্বীপ ইউনিয়নে নুরুল আফছার দিনাজ (নৌকা), তমরদ্দি ইউনিয়নে রাশেদ উদ্দিন (নৌকা), চর কিং ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ (নৌকা), জাহাজমারা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মাছুম বিল্লাহ (আনারস) ও বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী ফখরুল ইসলাম (আনারস) কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা রির্টানিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন।

এদিকে, দ্বীপ উপজেলা হাতিয়ায় ভোট শুরুর ঘণ্টাখানেক পর নিজ নিজ এলাকা থেকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫ চেয়ারম্যান প্রার্থী।

ভোট বর্জনকারীরা হলেন, ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন, ৫ নম্বর চরইশ্বর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল হালিম আজাদ, ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মালয়েশিয়া এবং ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মেহেরাজ উদ্দিন। স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।