• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ সেপ্টেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে জাল ভিসা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সালাহ উদ্দিন সুমন:

 আফ্রিকান দেশ সিসিলের জাল ভিসা তৈরি প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ( সিআইডি) নোয়াখালী।

আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার কেশবপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মহসিন আলীর ছেলে মোশারফ হোসেন (৩৮) এবং নওগাঁ জেলার রাণীনগরের চক্র পুকুর এলাকার অসীম সরকারের ছেলে আজিজুল ইসলাম (৩৫)।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২২আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে নোয়াখালী সিআইডির পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে সিআইডি পুলিশের একটি দল ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদেরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা জাল ভিসা তৈরি প্রতারক চক্রের সদস্য। স্বল্প খরচে আফ্রিকান দেশ সিসিল নিবে বলে নোয়াখালীর বেগমগঞ্জের মৃত আবদুল গোফরানের ছেলে মো. সেলিম (৩৫) সহ চারজন থেকে দশ লক্ষ এক হাজার টাকা হাতিয়ে নিয়ে চারটি জাল ভিসা প্রদান করে। পরবর্তীতে ভুক্তভোগীরা ভিসাগুলো ঢাকাস্থ সিসিল প্রজাতন্ত্রের দূতাবাসে জমা দিলে প্রতারণার বিষয়টি জানতে পারে এবং বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। 

নোয়াখালী সিআইডির পুলিশ পরিদর্শক  মো. গিয়াস উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।