• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ সেপ্টেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসার ছাত্রদের উপহার বিতরণ

আতিয়ার রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে দোয়া মাহফিল, খাবার বিতরণ, মাদ্রাসার ছাত্রদের মাঝে মহাগ্রন্থ পবিত্র কোরআন, রেহাল, পাঞ্জাবি ও পাজামা বিতরণ করেন দারুস সালাম থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াশ উদ্দিন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় দারুস সালাম থানাধীন টালিকো কনভেনশন সেন্টারে দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মাজহারুল আনামের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও  ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ বজলুর রহমান বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই দলটি গণমানুষের জন্য সংগ্রাম করে আসছে। আজ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সেই সংগ্রামের সুফল আমরা পাচ্ছি। আমরা তার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তৃতায় আগা খান মিন্টু বলেন, মাদার অব হিউম্যানিটি খ্যাতি আর কোন রাষ্ট্রনায়ক পাননি। আমরা এ জন্য জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গর্ববোধ করি। তার নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

বিশেষ অতিথির বক্তৃতায় এস এম মান্নান কচি বলেন, একটি শোষণহীন সমাজ দেখতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে যাচ্ছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তার নেতৃত্বে আমরা শোষণহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।