• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু সোমবার, প্রতি আসনে লড়বে ৩১ শিক্ষার্থী

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু সোমবার। সেদিন সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, এ বছর প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালিয়াতি রোধে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।
 
রাবির রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, তিনটি ইউনিটে প্রতিদিন তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। সকাল শিফটে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে পরীক্ষা। এছাড়া পরের দুটি শিফট হল- দুপুর ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা।

আগামী মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষার্থীরা সময় পাবেন এক ঘণ্টা। 

ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে, যার মান ১ দশমিক ২০। শিক্ষার্থীদের ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার তথ্যমতে, তিন ইউনিটে ‘বিশেষ’ কোটা বাদে ৪ হাজার ১৭৩ টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৬ টি। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৩১ জন ভর্তিচ্ছু।

‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেছেন। ইউনিট প্রতি সর্বোচ্চ ৪৫ হাজার শিক্ষার্থীর আবেদন করার সুযোগ ছিল।

রাবির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ৪ হাজার ১৭৩ আসনের বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ৫০টি, প্রতিবন্ধী কোটার ৫০টি, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনীদের জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ, রাবিতে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ এবং বিকেএসপি কোটায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নির্ধারিত আসন সংখ্যার ২০ শতাংশ অতিরিক্ত আসন রয়েছে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক আছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে প্রশাসন সতর্ক রয়েছে।’

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা ঘিরে ‘সক্রিয়’ জালিয়াত চক্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কখনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। তবে এর আগে প্রক্সি দিতে বিভিন্ন সময় বেশক’জন প্রতারক গ্রেপ্তার হওয়ার ঘটনা রয়েছে। প্রতারকরা ‘বিশেষ’ অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে চান্স পাইয়ে দেয়। এজন্য শিক্ষার্থীদের থেকে নেয় মোটা অঙ্কের টাকা। 

এবছরও এমনই চালিয়াত চক্র ‘সক্রিয়’ রয়েছে বলে আশঙ্কা ক্যাম্পাসে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদের। ছাত্র সংগঠনের প্রায় এক ডজন নেতাকর্মী গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে বলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।  

নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার এক সদস্য বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে একটি জালিয়াত চক্র সুযোগ নিতে পারে। সেই আশঙ্কা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। আমরাও সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে নজরদারিতে রাখছি।’

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিষয়ে আমরা খুবই সতর্ক রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীদের ক্যাম্পাসে নজরদারি বাড়াতে বলেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব। কোনো জালিয়াতকে ধরতে পারলে ছাড় দেওয়া হবে না।’