• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৫ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সিরাজগঞ্জ-৬ উপ-নির্বাচনে আলোচনার শীর্ষে চয়ন

মোঃ ইসমত দ্দোহা

ক্রাইম প্রতিদিন, ডেস্ক :গত সপ্তাহে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের  দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা ও কিছু সংসদীয় আসনের উপ -নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসের ০২ তারিখে। ঘোষিত তফসিলে আছে সিরাজগঞ্জ-০৬ (শাহাজাদপুর) সংসদীয় আসনের উপ -নির্বাচন। সংসদ সদস্য হাসিবুর রহমান  স্বপ্নের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আর এই আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হচ্ছেন সিরাজগঞ্জ জেলার মাটি ও মানুষের নেতা চয়ন ইসলাম। ইতিপূর্বে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে দু 'বারই নির্বাচিত হন স্হানীয় জনগণের ভোটে। ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও দল সর্মথিত প্রার্থীর পক্ষেই কাজ করেন দলীয় নির্দেশনা মেনে।পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতি 'র মাঠে রয়েছে নিজস্ব বলয়, রয়েছে বিশাল কর্মী বাহিনী ও জনসাধারণের সমর্থন। বিভিন্ন পর্যায়ে পালন করেছে দলের দায়িত্ব, সর্বশেষ আওয়ামী যুবলীগের ০৭ কাউন্সিলে আহবায়কের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে যুবলীগের সাবেক এই সদস্য। সর্বদা দল ও নেএী 'র নির্দেশনা মেনেই চলমান এই নেতার রাজনীতি। তাই বর্তমান উপ -নির্বাচনে আলোচনা 'র শীর্ষে রয়েছেন চয়ন ইসলাম। স্হানীয় জনসাধারণ, রাজনৈতিক কর্মী, সবার একটা চাওয়া জননেত্রী শেখ হাসিনা যোগ্য কর্মীর হাতেই তুলে দিবেন নৌকার বৈঠা।

যেহুতু দলীয় মনোনয়ন ফরম তোলা ও জমা দেওয়ার নির্দেশনা আছে ০৬ ই অক্টোবর এর মধ্যে তাই পরবর্তী দিনের অপেক্ষায় থাকতে হবে দলীয় নির্দেশনা কার পক্ষে আসে।