• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয় এ নির্বাচন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজই নিশ্চিত হবে কে হবে বিসিবির পরবর্তী পরিচালক। পাশাপাশি ইঙ্গিত মিলবে বিসিবির সভাপতির চেয়ারে কি পুনরায় বসছেন কিনা নাজমুল হাসান পাপন। 

কয়েকদিন আগে থেকেই মিরপুরের বিসিবি ভবনে শুরু হয়েছে নির্বাচনের আমেজ। ভোট দিতে আসা কাউন্সিলদের শেষ মুহূর্তের দৃষ্টি আকর্ষণে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেজেছে প্রার্থীদের ব্যানার-ফ্যাস্টুনে। ২৩টি পরিচালক পদের বিপরীতে এবার ভোট হচ্ছে ১৪টির জন্য। 

যদিও ঢাকা বিভাগের ২টি পদের বিপরীতে চারজন প্রার্থীর মধ্যে বাকি দুই প্রার্থী সময়সীমার পর নির্বাচন থেকে নিজেদের গুটিয়ে নেয়ায় নিয়মতান্ত্রিকভাবে সেখানেও পড়বে ব্যালটের ছাপ। বাকি ৭ পরিচালক নিজেদের বিভাগে প্রতিদ্বন্দ্বী না পাওয়ায় আগেই নির্বাচিত হয়েছেন।

বিসিবির নির্বাচনে এবার ভোটার সব মিলিয়ে ১৭১ জন। যেখানে আজ ভোটাধিকার প্রয়োগ করবেন ১০৯ জন। এবার সশরীরে বিসিবিতে এসে ভোট দিতে না পারলেও কাউন্সলিরদের ভোট দেয়ার সুযোগ রয়েছে মেইল বা চিঠির মাধ্যমে। ইতোমধ্যে ই-ব্যালট প্রক্রিয়ায় অনেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সেই ভোটগুলো এখনো গণনা শুরু হয়নি। শুরু হবে বিকেল ৫টার পর।

তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচন করা হবে বিসিবির পরিচালকদের। ক্যাটাগরি ১-এ ঢাকা বিভাগে দুই পদের বিপরীতে প্রার্থী তিন জন, রাজশাহী বিভাগে এক পদে লড়বেন দুই প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাবার পর এই ক্যাটাগরি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ঢাকা বিভাগের মোহাম্মদ খালিদ হোসেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ ১০ পদের জন্য লড়বেন ১৪ জন): তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা), নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা), সৈয়দ আশফাকুল ইসলাম (কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা), শফিউল আলম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), মোহাম্মদ আকরাম খান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আ. জ. ম. নাছির উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), শেখ সোহেল (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), কাজী ইনাম আহমেদ (যশোর জেলা ক্রীড়া সংস্থা), আলমগীর খান আলো (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা), খালেদ মাসুদ পাইলট (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা ক্রীড়া সংস্থা), আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)।

ক্যাটাগরি-২ (ক্লাব, ১২ পদের জন্য লড়বেন ১৭ কাউন্সিলর): নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান, ১ পদের জন্য লড়বেন দুইজন): খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদীন ফাহিম।