• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

একই দিনে ১৪ চাকরির পরীক্ষা, বিপাকে প্রার্থীরা

ক্রাইম প্রতিদিন ডেস্ক

লেখাপড়া শেষ করে গত চার বছর ধরে শাহরিয়ার প্রামানিক চেষ্টা করছেন সরকারি চাকরির। মহামারিকালের হতাশা কাটিয়ে এখন নতুন উদ্যোমে চলছে সেই প্রস্তুতি। তবে প্রস্তুতি যাই হোক, শঙ্কা পছন্দের চাকরির পরীক্ষা দেয়া নিয়ে। একই দিনে একই সময়ে একাধিক চাকরির পরীক্ষা, ঠিক কি করবেন বুঝতে পারছেন না তিনি। তার মত অসহায় অবস্থায় এখন আরও অনেকেই।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় অনিশ্চয়তায় পড়েছেন তারা। শুধু তাই নয়, আবেদনে গচ্চা গেছে কয়েক হাজার টাকাও।

করোনাকালে দীর্ঘ সময়, সব ধরণের নিয়োগ পরীক্ষা বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে এমন নিয়োগজট। শুক্রবার (৮ অক্টোবর) সরকারি ও স্বায়ত্ত্বশাসিত মিলিয়ে নিয়োগ পরীক্ষা রয়েছে ১৪টি। এর মধ্যে অন্তত ৬ পরীক্ষা হবে একই সময়ে। এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও পরীক্ষা নিয়ে কেউ কথা বলতে চাননি।

এমন সমস্যা মোকাবেলায় কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের  সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান।

এদিকে নিয়োগ পরীক্ষার এমন চাপের কারণে আপাতত শুক্র-শনিবার পরীক্ষা না নেয়ার ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন ।