• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত এক নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে আবদুর রহিম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার বাদী-বিবাদী দুজনেই বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউপির সদস্য।

গত ৩ অক্টোবর জামালপুর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন ওই নারী সদস্য। ২৮ সেপ্টেম্বর বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার ওই নারী সদস্য জানান, মামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিম একই এলাকার বাসিন্দা। একই পরিষদের সদস্য হওয়ায় ওই নারী সদস্যকে বিভিন্ন সময়ে নানা প্রলোভন ও বাজে প্রস্তাব দিতেন আবদুর রহিম সরকার। কিন্তু বরবরই ওই নারী তা প্রত্যাখ্যান করে দিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর একটি জন্ম নিবন্ধন সনদের জন্য ইউপি সদস্য রহিমের সঙ্গে কথা বলেন ওই নারী সদস্য। তাকে পরের দিন সকালে অফিসে আসতে বলেন ইউপি সদস্য আবদুর রহিম। ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ওই নারী সদস্য সেখানে গেলে তাকে টয়লেটে ধর্ষণ করেন রহিম। তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদারকে অবহিত করেন ওই নারী সদস্য। চেয়ারম্যান বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করে সঠিক বিচারের আশ্বাস দেন। ও ঘটনায় চেয়ারম্যান কোন বিচার না করায় গত ৩ অক্টোবর জামালপুর আদালতে অভিযুক্ত রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।

ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট মোকাম্মেল হক জানান, মামলা দায়েরের পর আদালত ওই নারীর ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এ ছড়া ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রহিম বলেন, এ রকম কোন ঘটনাই ঘটেনি। একটি মহল আমার বিরুদ্ধে ওই নারী সদস্যকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকাদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, নারী সদস্য কে ধর্ষণের ঘটনা শুনেছি। তবে মামলা আদালতে হয়েছে,আর আদালত থেকে মামলাটি তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ দিয়েছে।