• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

পটুয়াখালীতে বিএনপির হাতে নৌকা, তৃণমূল বিক্ষুব্ধ

আমিনুল ইসলাম রিপন

পটুয়াখালীর জেলার সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক বশির উদ্দিন শিকদারের আপন বোনের জামাতা  মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্ববায়ক মোঃ রফিকুল ইসলামের আপন ভাই আসাদুল ইসলাম আসাদকে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনীত করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে দলীয় নেতা-কর্মী-সমর্থকসহ এলাকাবাসী।

উল্লেখ্য তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এ নৌকার বিরুদ্ধে আবুল কালাম আজাদ মৃধার কাপ পিরিচ মার্কায় নির্বাচন পরিচালনা করেন। তিনি কাপ পিরিচ মার্কায় নির্বাচন করতে গিয়ে মরিচবুনিয়ার নৌকার কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদকে মারধর করেন ও তার বাড়িতে হামলা চালান।

এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, মাসুম মৃধা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্ববায়ক উপজেলা যুবলীগের সাবেক সদস্য। তার বাবা ১৯৮৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মরিচবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯২-১৯৯৮ সালে দেলোয়ার মৃধা আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়। ২০১৬ সালে মাসুম মৃধার বাবাকে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীক মনোনয়ন প্রদান করেন। নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়। বর্তমান চেয়ারম্যান মাসুম মৃধার বাবা। 

এলাকাবাসী জানায়, মাসুম মৃধাকে মনোনয়ন না দেওয়া হলে তৃণমূলের বিক্ষুব্দ নেতাকর্মীরা এলাকায় যে কোন ধরনের পরিস্থিতি ঘটাতে পারে। ইতিমধ্যে খাসের হাটে নেতাকর্মীরা মিছিল বের করে বিএনপির হাতে নৌকা কেন ?