• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১১ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ইউএনও'র সহযোগিতায় ঋণ মুক্ত হলেন নারী অটো চালক

আখতার রহমান

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ঋনমুক্ত হলেন ব্যাটারিচালিত নারী অটোরিকশার চালক জায়দা বেগম। গত ৯ অক্টোবর ২০২১ সমকাল  পত্রিকায় ‘জায়দার জীবন যুদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আনে বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। পরবর্তীতে সেই নারী অটোচালক জায়দা বেগম কে খুঁজে বের করে জানতে পারে সেই নারী অটো রিকসা চালক জায়দা বেগম একটি এনজিও তে ঋণের মাধ্যমে অটো রিকসাটি ক্রয় করে জীবন জীবিকার যুদ্ধে নেমেছে। বিষয়টি জানার পর বাঘা উপজেলা নির্বাহী অফিসার  সহযোগিতার করার আশ্বাস দেন । তারই প্রেক্ষিতে  সোমবার (১১/১০/২০২১)  জায়দা বেগম সহ উক্ত এনজিও‘র কর্মকর্তাকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এনজিওর কাছ থেকে তার নেওয়া ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পরিশোধ করে নারী অটো রিকসা চালক জায়দা বেগম কে ঋন মুক্ত করেছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার। 

জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ৫০ বছর বয়সের একজন নারীর সাহসিকতায় মুগ্ধ হয়ে  নিজস্ব তহবিল থেকে সহযোগিতার মানবিক হাত বাড়িয়ে দেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা শাখার সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বিআরডিবি অফিসার এমরান আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন। 

উল্লেখ্য, গত ৯ অক্টোবর ‘জায়দার জীবন যুদ্ধ’ শিরোনামে- দারিদ্র্য, ক্ষুধা আর জীবন যন্ত্রণাই তাকে বাধ্য করেছে সাহসী হতে। বাধ্য করেছে রাস্তায় নামতে। তাই শখের বশে নয়, বরং টিকে থাকার লড়াই করতেই আজ ব্যাটারিচালিত অটোরিকশার চালক। জীবন যুদ্ধে ক্লান্ত হলেও হাল ছাড়েননি জায়দা। স্বামী পরিত্যক্তা এই নারী এখন চালকের আসনে বসে যাত্রী পরিবহন করছেন। মানুষের কটু কথা, তির্যক চাহনি- কোনো কিছুই তাকে দমাতে পারেনি। আত্মমর্যাদা নিয়ে বাঁচা আর একমাত্র সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করাই এখন তার জীবনের ধ্যানজ্ঞান। 

বাড়ি উপজেলার জোতকাদিরপুর গ্রামে। স্বামী শাহাজামাল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যাওয়ার পর পেশা বদলে এখন তিনি অটোরিকশা উল্কার চালক। জানালেন, একদিকে দরিদ্র পরিবারের সন্তান, অন্যদিকে কালো বলে কেউ তাকে বিয়ে করতে চায়নি। এ কারণে ৩০ বছর বয়সে বিয়ে হয় তার। গর্ভের ছেলে ভূমিষ্ঠ হওয়ার আগেই স্বামী তাকে ফেলে যখন চলে যায়। তখন জীবিকার তাগিদে পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে শুরু করেন। এরপর ছেলে কোলে নিয়েই সীমান্তবর্তী দুর্গম চর এলাকার বাংলাবাজার গ্রাম ছেড়ে চলে যান বাঘার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে। এরপর কালে কালে বেলা গড়িয়েছে অনেক। ৫০ বছর বয়সে এসে তার মনে হলো, এভাবে আর নয়। নিজের জমানো টাকা আর এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে ৭০ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত অটো উল্ক্কা কেনলেন। এরপর কয়েক দিনের প্রশিক্ষণ নিয়ে বসে পড়লেন চালকের আসনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ এলাকা জোতকাদিরপুর থেকে নারায়ণপুর হয়ে বাঘা পর্যন্ত যাত্রী পরিবহন করে প্রতিদিন আয় হয় প্রায়  তিনশ থেকে চারশ টাকা। আর্থিক অনটনের মধ্যেও ছেলেকে ভর্তি করিয়েছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ে। নিজে লেখাপড়া জানেন না। তার ইচ্ছা ১৫ বছর বয়সের ছেলে জায়দুলকে উচ্চশিক্ষিত করে তোলা।
জায়দা বলেন, 'কোন কাজই ছোট নয়। লজ্জা, সংকোচ থাকলে কোনো কাজই করা যাবে না। দিন শেষে নিজের পেটের চিন্তা নিজেরই করতে হয়।' তাই এ বয়সেও আত্মশক্তির ওপর ভরসা করেই এগিয়ে যেতে চান জায়দা। এলাকার বেশ কয়েকজন জানালেন, জায়দা বেশ ভালোই অটো চালান। একজন নারীকে চালকের আসনে দেখে প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে বিষয়টি সয়ে গেছে এললাকাবাসীর।
শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ বলেন, গ্রামীণ নারীদের অবস্থা আগের চেয়ে ভালো হলেও সার্বিকভাবে তারা এখনও প্রান্তিক পর্যায়েই রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যে কোনো সাহসী পেশায় নারীদের এগিয়ে আসতে পরিবেশ তৈরি করতে হবে। তবেই আপন শক্তিতে এগিয়ে যাবে দেশের প্রত্যেক নারী।