• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সাংবাদিকতায় রিপোর্ট লেখার কলাকৌশল

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সাংবাদিকতায় রিপোর্ট লেখার ক্ষেত্রে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন। যদি কোন সাম্প্রতিক ঘটনা বা ইস্যু নিয়ে লিখতে চান তবে আপনাকে কিছু প্রশ্নের উত্তর জানতে হবে যেমন- 
১. ঘটনার সাথে কারা কারা জড়িত
২. ঘটনাটি কোথায় ঘটেছে
৩. ঘটনাটি কেন ঘটেছে
৪. ঘটনাটি কবে ঘটেছে ( দিন, তারিখ, সময়)
৫. ঘটনাটি কিভাবে ঘটলো (সূত্রপাত, ঘটনাপ্রবাহ ও বিস্তারিত)
৬. ঘটনা ঘটার সময়ে আশে পাশে থাকা এক বা একাধিক বক্তার মন্তব্য জানা।

আপনাকে আরো মনে রাখতে হবে, আপনী একজন সংবাদ কর্মী হিসেবে যা লিখবেন, যা জানাবেন, পাঠক তাই জানবে, কারন এই ঘটনা সম্পর্কে পাঠক কিন্তু অজ্ঞ। সুতারাং ঘটনাপ্রবাহ ও ফিচার এমনভাবে লিখতে হবে যাতে পাঠক একবার পড়লেই পুরো ব্যাপারে সুস্পষ্ট ধারণা পান। এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো রিসার্চ। 

এখন প্রশ্ন হলো রিসার্চ আপনি কিভাবে করবেন? রিসার্চ করার সবচেয়ে ভালো মাধ্যম হলো গুগল, অর্থাৎ যে বিষয় বা ঘটনা নিয়ে আপনি লিখবেন, ঐ বিষয় নিয়ে গুগলে সার্চ করুন। দেখবেন আপনার সামনে চলে আসবে হাজারো তথ্য। এখন আপনি নিজের প্রয়োজন মত তথ্যাদি সংগ্রহ করুন এবং তা প্রয়োগ করুন। এছাড়াও সংবাদ সংগ্রহকারী ওয়েবসাইট, যারা সারাবিশ্বের সংবাদ মুহূর্তের মধ্যে সংগ্রহ করে প্রকাশ করে, যেমন রয়টার্স, বিবিসি, সিএন এন ইত্যাদি, ইচ্ছে করলে এদের ওয়েবসাইট ব্যবহার করেও আপনি সংবাদ তৈরী করতে পারেন। এছাড়া নিয়মিত পেপার, টেলিভিশনের আপ-টু-ডেট নিউজ আপনার জ্ঞানকে কয়েকগুন বাড়িয়ে দিতে পারে রিসার্চ এর ব্যাপারে৷ 

একজন ভালো সংবাদকর্মী হতে হলে আপনাকে অবশ্যই গবেষণা ও রিসার্চ করতে হবে  এবংঐ বিষয়ে সাধারণ জনগণের চেয়ে বেশি জানতে হবে। তা না হলে অবশ্যই আপনার নিউজটি গ্রহনযোগ্যতা হারাবে।

এবার আসুন আপনি নিউজটি কিভাবে সাজাবেন ? অর্থাৎ ফরমেট তৈরি ও লেখনী। আপনাকে মনে রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে লিখুন না কেন লেখাটা একটি ফর্মেটে নিয়ে আসতে হবে, যেমন- 
১. প্রথমে থাকবে ভূমিকা
২. শেষে থাকবে উপসংহার
৩. মাঝখানে থাকবে বিস্তারিত

সাধারণত ৬-৮ টি ভাগের মাঝে শেষ করে দেয়া হয় ফিচার। আপনার শব্দ সংখ্যার লিমিট থাকলে লেখার সময় তা মাথায় রাখবেন। প্যারা বিন্যাস সাধারণত এভাবে হয়ে থাকে, যেমন- ভূমিকা, প্যারা- ১, প্যারা- ২,৩, প্যারা- ৪, প্যারা- ৫, প্যারা- ৬,৭,৮, প্যারা- ৯,১০, উপসংহার।

নিউজ লেখার সময় আপনি একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি এই লেখাটা মূলত কাদের জন্য লিখছেন অর্থাৎ পাঠক এর ব্যাপারে ভাবা ও জানা কিংবা এই নিউজের পাঠক শ্রেণি কারা। তারা কি স্কুল কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ-তরুণী, নাকি বৃদ্ধ বয়সের বাবা, মা, দাদা, দাদীরা, ফ্যাশন সচেতন নারীরা নাকি ভ্রমণ পিপাসু মানুষেরা। নাকি আপনি সব শ্রেণির পাঠকের কথা চিন্তা করে লিখছেন। অবশ্যই আর্টিকেল লেখার সময় সেই হিসেব মাথায় রেখে আপনার আর্টিকেল সাজাতে হবে বিষয়ের উপর ভিত্তি করে। তা না হলে আপনার নিউজটি গ্রহনযোগ্যতা হারাবে।

নিউজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর হেডিং বা নামকরণ। মনে রাখবেন একটি আকষর্ণীয় ও সামঞ্জস্যপূর্ণ নাম নিউজের সৌন্দর্য বাড়ায় বহুগুণ। সুতারাং একজন সাংবাদিক হিসেবে আপনাকে হেডিং নির্বাচনে সচেতন হতে হবে। 

অনেক ক্ষেত্রে ফিচার রাইটিং এর জন্য আপনাকে অনেকের ইন্টারভিউ নিতে হতে পারে। মাথায় রাখবেন, আপনার ইন্টারভিউের উপর আপনার ভালো লেখা নির্ভর করবে। ইন্টারভিউ নেয়ার সময় কিছু আদবকেতা অনুসরণ করতে হয়। নিজেকে একজন সংবাদকর্মী হিসেবে পরিচয় দেবেন এবং এপ্রোচ করবেন। আপনার ইন্টারভিউ নেয়ার মানুষটি যে কেউ হতে পারে, যেমন- কোন সেলিব্রিটি, কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়া কোন তরুণ-তরুণী। তাই ইন্টারভিউ নেওয়ার সময় সম্বোধন ও কথা বলা অফিসিয়াল হওয়া ভালো। এতে পেশাদারিত্ব বজায় থাকে ৷ প্রয়োজনে ইন্টারভিউ রেকর্ড করবেন কিংবা জরুরি টপিকগুলো লিখে রাখবেন। মনে রাখবেন কোন তথ্য নিয়ে কনফিউজড হলে, ছাপানোর ব্যাপারে তার পারমিশন নেয়া ভালো। ইন্টারভিউ এর জন্য ছবি খুব গুরুত্ব বহন করে। তাই ভালো ছবি ম্যানেজ করার চেষ্টা করবেন সবসময়। যার ইন্টারভিউ নিচ্ছেন তার সঙ্গে যোগাযোগ এর ঠিকানা / নাম্বার নিয়ে রাখুন যাতে পরে কোন তথ্য লাগলে জানতে পারেন ।

সবশেষে মনে রাখা উচিত, রিপোর্ট লিখতে গিয়ে যেন একঘেয়ে না হয়ে যায়। সব জরুরি তথ্য যাতে থাকে। অবশ্যই রিপোর্ট লেখার ক্ষেত্রে নিজস্বতা বজায় রাখতে হবে। কারন তারাই বিখ্যাত সংবাদকর্মী যারা নিজস্বতা আনতে পেরেছে।

লেখক
এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
সম্পাদক
ক্রাইম প্রতিদিন
চেয়ারম্যান
অপরাধ মুক্ত বাংলাদেশ চাই