• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৫ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জীনের বাদশা প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্য আটক

খন্দকার মোঃ তারেক

র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় কতিপয় প্রতারক চক্র দীর্ঘ দিন যাবৎ গুরু ও আধ্যাতিক ক্ষমতা সম্পন্ন জ্বিন পরীদের বাদশা সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যসহ সকল সমস্যার সমাধান করে দিবে মর্মে প্রতারণার মাধ্যমে জনসাধারণকে ঠকিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ অক্টোবর ২০২১ ইং তারিখ ১৯.১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ সাজেদ আফসার (২১), পিতা- মোঃ নুরুল আফসার, সাং- চৌধুরী হাট,  থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ জাহিদুল আলম (২৪), পিতা- মোঃ শামসুল আলম, সাং- বাগুয়ান, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ আবুল কালাম @ রাজন (২১), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- চৌধুরী হাট , থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, ৪। মোঃ তানজিল (১৯), পিতা- মোঃ নাসের, সাং- ব্রাক্ষন হাট, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম এবং ৫। মোঃ সজিব (১৯), পিতা- মোঃ নুরুল আজিম, সাং- কচু কাইন, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম মহানগরীদের আটক করে। 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স¦ীকার করে যে, দীর্ঘদিন যাবৎ গুরু ও আধ্যাতিক ক্ষমতা সম্পন্ন জ্বিন পরীদের বাদশা সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যসহ সকল সমস্যার সমাধান করে দিবে মর্মে প্রতারণার মাধ্যমে জনসাধারণকে ঠকিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।