• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১০ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শুধু ঘুষ না খাওয়াই সৎ থাকার মূল কথা নয় : ভূমি সচিব

চাঁদপুর প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ফরিদগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, সরকার প্রদত্ত বেতন, সম্মানী যা কিছুই হোক আমরা সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিরা গ্রহণ করি না কেনো, সেই টাকা জনগণের। অর্থাৎ আমরা জনগণের টাকায় নিজেদের সংসার চালাই। তাই আমরা জনগণের কর্মচারী। পবিত্র সংবিধানে তা-ই উল্লেখ রয়েছে। আমাদেরকে জনগণের কথা শুনতে হবে, তার সকল কাজ সুচারুরূপে করতে হবে। ঘুষ না খাওয়াই সৎ থাকার মূল কথা নয়। আমাদের মনে রাখতে হবে, শুধু ঘুষ না খেলেই নিজেকে কেউ সৎ বলে দাবি করতে পারবেন না। আপনি চাকুরিতে যোগদানের পর আপনাকে যে সকল কর্ম করতে বলা হয়েছে, তা সঠিকভাবে পালন করতে সক্ষম হলেই আপনি নিজেকে সৎ বলে দাবি করতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তাঁর স্বপ্নকে বাস্তব রূপ দেয়া আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশাকে পৃথিবীর সকল মানুষই সম্মান করে। তাই আপনাদের উপর মানুষের ভরসার জায়গাটা অনেক উপরে। প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর জীবনের সূতিকাগার। আপনি যদি একটি শিশুকে সঠিকভাবে শিক্ষা দিতে না পারেন, তবে ওই শিশুটি নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে সে জাতির জন্যে বোঝা হয়ে যাবে। তাই আমাদের নৈতিক দায়িত্ব নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা। এ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি চাঁদপুর তথা ফরিদগঞ্জ থেকে শিক্ষা সকল বিভাগকে পরিশোধন করে একটি আদর্শ উপজেলায় পরিণত করবো। সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে, আপনারা যতোক্ষণ পর্যন্ত এ এলাকায় অবস্থান করছেন, ততোক্ষণ পর্যন্ত আপনি ফরিদগঞ্জকে নিজের উপজেলা মনে করে কাজ করবেন, তবেই আপনি জনগণের বন্ধু হতে পারবেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্যাহ তপদার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ। এদিকে আলোচনা শেষে ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী উপজেলা পর্যায়ে ৬ দিনব্যাপী প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি চিকিৎসার ক্যাম্প উদ্বোধন করেন।