• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৫ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অপপ্রচারের অভিযোগে ০১ জন আটক

খন্দকার মোঃ তারেক

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

গত ১৬ই মে ২০২১ তারিখে রাজধানী পল্লবীর “সাহিনুদ্দীন” হত্যাকান্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর “যতন সাহা” হত্যাকান্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচারের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। গোয়েন্দা নজরধারীর এক পর্যায়ে গত ২৩ অক্টোবর ২০২১ ইং তারিখ ২৩.৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রিমন শীল (২০), পিতা-বিজয় শীল, সাং-শাহী মিরপুর, ফকিনিরহাট, থানা-কর্ণফুলী, বর্তমানে সাং-ফিরিঙ্গি বাজার ইয়াকুব নগর, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম মহানগরকে গ্রেফতার করে। 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানী পল্লবীর “সাহিনুদ্দীন” হত্যাকান্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর “যতন সাহা” হত্যাকান্ড বলে অপপ্রচারের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে, এবং উক্ত ব্যক্তি সর্বপ্রথম এই ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।