• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

পূজামণ্ডপে হামলা, বিএনপি নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ফয়সাল সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈ দীন নাহীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

চৌমুহনীতে সংঘটিত মন্দিরে হামলাসহ সব ঘটনায় উসকানিমূলক কর্মকাণ্ডে ১৫ বিএনপি-জামায়াত নেতা সম্পৃক্ত ছিলেন বলে আদালতকে জানিয়েছেন ফয়সাল।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

পুলিশ সুপার ক্রাইম প্রতিদিনকে জানান, ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ১১ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন আগেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ফয়সাল বেগমগঞ্জ থানার রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর গ্রামের মৃত আবু হানিফ চেয়ারম্যানের ছেলে।