• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৫০

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোমবার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার অংশ হিসেবে আজ বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ আয়োজন করা হয়। 

রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। 

সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে নাইটিঙ্গেল মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বিএনপির নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশও ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। 

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সমাবেশে আসার আগে তাদের ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ ক্রাইম প্রতিদিনকে জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আমরা বাধা দিইনি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবুও তারা মিছিল করছিলেন। 

তিনি বলেন, বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া দেয়।