• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৭ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাউজানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

খন্দকার মোঃ তারেক

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ অক্টোবর ২০২১ তারিখ ১৬১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন দায়েরীঘাটা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি ওয়ান শুটারগান, ০৩ রাউন্ড গুলি এবং ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইব্রাহিম নেওয়াচ (৩০), পিতা- মোঃ আলী নেওয়াচ, সাং- কাঠালতলী,  থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি, ২। মোঃ রোমান উদ্দিন (৩০), পিতা-মৃত আব্দুল গফুর তালুকদার, সাং-সেগুনবাগান, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ ইয়াছিন আরাফাত (২৩), পিতা- হাবিবুর রহমান, সাং-চারা বটতল, পোঃ ঠান্ডাছড়ি, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, ৪। মোঃ শাহাজাহান (৩৭), পিতা-মৃত হাজী আঃ রাজ্জাক, সাং-জুরেরখুল, পোঃ ঠান্ডাছড়ি, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম এবং ৫। মোঃ ওমর ফারুক লিটন (৩৪), পিতা- আব্দুল আজিজ, সাং-ভরনছড়ি, ফরেষ্ট কলোনী, পোঃ ঠান্ডাছড়ি, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়। 

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিগণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।