• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নৌকার কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় নৌকার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে আওয়ামী লীগের নৌকার প্রার্থী পরিমল দত্তের কার্যালয়ে কর্মীরা একত্রিত হয়। 

শুক্রবার রাত ৩টা পর্যন্ত নৌকার কর্মীরা প্রচারণা শেষ করে যার যার মত বাড়ি চলে যান। সবাই বাড়িতে চলে যাওয়ার পর কে বা কারা ওই অফিসে থাকা পিভিসি ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। 

এসময় ফেস্টুনসহ অফিস ডেকোরেশনের কাপড়ের অংশ পুড়ে যায়। এতে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ ব্যাপারে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, কর্মীরা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ি যাওয়ার পর আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আমি সকালে জানার পর ঘটনাস্থলে গিয়ে দেখি একটি পিভিসি ফেস্টুন ও ডেকোরেটরের কাপড়ের একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এ ধরনের কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী পরিমল দত্ত জানান, কে বা কারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চৌবাড়িয়া গ্রামের আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। এতে আমার প্রতিপক্ষের কোনো লাভই হবে না। সাধারণ মানুষ দেশের উন্নয়নের স্বার্থে নৌকাতেই ভোট দেবেন।