• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ইয়াবার চালান, আটক ১

খন্দকার মোঃ তারেক

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ৩০ অক্টোবর ২০২১ তারিখ ০৩২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রামমূখী পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল¬াশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেট কার এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে ০১ জন ব্যক্তি প্রাইভেট কার থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ রায়হান শেখ @ ইলিয়াছ (২৫), পিতা- মৃত আব্দুস ছালাম, সাং- চল্লাদি, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর এ/পি- কনক ক্লাবের পাশে, কলেজ গেইটের পূর্ব পাশে, ৪র্থ তলা বিল্ডিং এর ৪র্থ তলার ভাড়া টিয়া, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রামকে আটক করে। 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে প্রাইভেট কার এর গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৮,৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৭ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।