• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ অক্টোবর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

১১৬টি প্রতষ্ঠিানকে ৭.৬৮ লক্ষ টাকা জরমিানা

খন্দকার মোঃ তারেক

প্রধান র্কাযালয়রে সহকারী পরচিালক জনাব রজবী নাহার রজনী, ঢাকা বভিাগীয় র্কাযালয়রে উপপরচিালক জনাব মনজুর মোহাম্মদ শাহরয়িার, সহকারী পরচিালক জনাব ফাহমনিা আক্তার ও ঢাকা জলো র্কাযালয়রে সহকারী পরচিালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল র্কতৃক গুলশান এলাকায় তদারকি র্কাযক্রম পরচিালনা করা হয়। বাজার তদারককিালে অস্বাস্থ্যকর পরবিশেে খাদ্য পণ্য তরৈরি অপরাধে 'হাক্কা ঢাকা', 'ঞধংঃব ড়ভ খধহশ' কে যথাক্রমে ১০,০০০/- (দশ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ময়োদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বক্রিরি অপরাধে 'স-িহাউজ মলিানো', 'ইউনমর্িাট', 'মঠিাই ওয়ালা' কে যথাক্রমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ৩০,০০০/- (ত্রশি হাজার) টাকা জরমিানা করা হয়। র্অথাৎ গত ২৬ অক্টোবর ২০২১ তারখিে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া দশেব্যাপী ৩৮ বাজার তদারকি র্কাযক্রমরে মাধ্যমে অস্বাস্থ্যকর পরবিশেে খাদ্য পণ্য তরৈ,ি পণ্যরে মোড়কে এমআরপি লখো না থাকা, ময়োদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বক্রিয়, খাদ্য পণ্যে নষিদ্ধি দ্রব্যরে মশ্রিণ, প্রতশ্রিুত পণ্য বা সবো যথাযথভাবে বক্রিয় বা সরবরাহ না করা, ভজোল পণ্য বা ঔষধ বক্রিয়, বাটখারা বা ওজন পরমিাপক যন্ত্ররে কারচুপ,ি র্ধায্যকৃত মূল্যরে অধকি মূল্যে পণ্য বক্রিয়, সবো গ্রহীতার জীবন বা নরিাপত্তা বপিন্নকারী র্কাযকলাপ, ওজনে কারচুপ,ি সবো প্রদানে অবহলো ইত্যাদি দ্বারা সবোগ্রহীতার র্অথ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং মূল্যরে তালকিা প্রর্দশন না করার অপরাধে ১০২টি প্রতষ্ঠিানকে ৫,৪৮,৮০০/- (পাঁচ লক্ষ আটচল্লশি হাজার আটশত) টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়। 

অন্যদকিে লখিতি অভযিোগ নষ্পিত্তরি মাধ্যমে র্ধায্যকৃত মূল্যরে অধকি মূল্যে পণ্য বক্রি,ি পণ্যরে মোড়কে এমআরপি লখো না থাকা, ময়োদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বক্রি,ি প্রতশ্রিুত পণ্য বা সবো যথাযথভাবে বক্রিয় বা সরবরাহ না করা ও মথ্যিা বজ্ঞিাপন দ্বারা ক্রতো সাধারণকে প্রতারতি করার অপরাধে ৮টি প্রতষ্ঠিানকে ১৯,৫০০/- (উনশি হাজার পাঁচশত) টাকা জরমিানা আরোপ ও আদায় এবং ৮ জন অভযিোগকারীকে জরমিানার ২৫% হসিবেে ৪,৮৭৫/- (চার হাজার আটশত পঁচাত্তর) টাকা প্রদান করা হয়।  

গত ২৬ অক্টোবর ২০২১ তারখিে র্সবমোট ৪২টি বাজার তদারকি র্কাযক্রম পরচিালনা ও ৮টি লখিতি অভযিোগ নষ্পিত্তরি মাধ্যমে ১১৬টি প্রতষ্ঠিানকে মোট ৭,৬৮,৩০০/- (সাত লক্ষ আটষট্টি হাজার তনিশত) টাকা জরমিানা আরোপ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহনিীর সদস্য, স্বাস্থ্য বভিাগ, কৃষি বভিাগ, মৎস্য বভিাগ, কনজুমারস এসোসয়িশেন অব বাংলাদশে (ক্যাব) সহ সংশ্লষ্টি শল্পি বণকি সমতিরি প্রতনিধিবিৃন্দ অধদিপ্তর পরচিালতি বাজার অভযিানে সহযোগতিা প্রদান করনে। বাজার অভযিান/তদারককিালে জনসচতেনতা বৃদ্ধরি লক্ষ্যে ভোক্তা এবং ব্যবসায়ীবৃন্দরে মধ্যে লফিলটে, প্যাম্ফলটে বতিরণসহ হ্যান্ডমাইকে সংশ্লষ্টিদরে প্রয়োজনীয় পরার্মশ দয়ো হয়। এছাড়াও জলো প্রশাসনরে নর্বিাহী ম্যাজট্রিটেগণ ভোক্তা-অধকিার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরচিালনার মাধ্যমে ভোক্তা-অধকিার সংরক্ষণ নশ্চিতিকরণসহ স্থতিশিীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছনে।