• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩ নভেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কসবা পৌরসভা নির্বাচন সম্পন্ন

মোঃ কবির হোসেন

কসবা পৌরসভা নির্বাচন পিনপতন নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।  প্রথম বারের মত কসবায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় । ভোটারদের প্রার্থীদের মাঝে মধ্যে ইভিএম নিয়ে নানান কৌতহল সৃষ্টি হলেও শেষ পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে স্বস্তি বোধ করেছেন।

কসবা পৌরসভা দশটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। কোন কেন্দ্রে  কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন। নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে পুলিশ ,বিজিবি ,ডিএসবি র্্যব, নির্বাহী ম্যাজিস্ট্রেট , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার ভিডিপি ও সাংবাদিক বৃন্দ নির্বাচন নির্বাচনের কাজে সঠিক সঠিক দায়িত্ব পালন করেছে। নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ড- মো. জসিম উদ্দিন,২নং ওয়ার্ড- মো. আব্দুর রউফ ৩নং ওয়ার্ড- সাইদুল ইসলাম সজিব ৪নং ওয়ার্ড- মো. নুরুল ইসলাম ৫নং ওয়ার্ড- মো. রঙ্গু মিয়া ৬নং ওয়ার্ড- মো. ফোরকান উদ্দিন ৭নং ওয়ার্ড- মো. আবু জাহের ৮নং ওয়ার্ড- মো. আবেদ আলী ৯নং ওয়ার্ড- মো. আলাল খান সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন১, ২, ৩- রেহানা আক্তার ৪, ৫, ৬-  লুৎফুন নাহার রীনা ৭, ৮, ৯- তানিয়া পাঠান। তবে মেয়রপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এমজি হাক্কানী।